স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শওকত আলীর গাড়ি বহরে বোমা মারলো কারা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৭| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৩
অ- অ+

শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর গাড়ি বহরে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী এনামুল হক শামীম বলেন, ‘ডিস ব্যবসা নিয়ে কনক লস্কর আর ইয়ের সঙ্গে কথা কাটাকাটি হইছে ঐটা থেকেই। খালেদ শওকত তো আর ঐখানে ছিল না। বরং তার বাড়ি থেকেই আমি শুনছি বালতি দিয়ে কামাল মৃধা বোমা আইনা নাকি বোমা মারছে।’

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, ‘আমার গাড়িটা পাশ করে যাওয়ার পরে যে গাড়িটা সেটাতে আমার ছেলে উদয় ছিল। ওই গাড়িটা আটকে ছিল। আরেকটা গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়া গেছে। গাড়ি থেকে বের করে ওখানে আমার দুইটা ছেলেকে কোপ মারছে। ড্রাইভারকেও মারছে অন্য গাড়িটার। এরা নৌকার সমর্থক না এরা এনামুল হক শামীমের সমর্থক।’

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএইচ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা