ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ মনোনীত প্রার্থী মোকতাদিরের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় মোকতাদির চৌধুরী বলেন, সংবিধান রক্ষায় নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ না এলে আদর করে আনা যায় না। তবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পদ্ধতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
তিনি বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও উচ্ছাস বিরাজ করছে বলে জানান তিনি।
উবায়দুল মোকতাদির চৌধুরী সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন