সিকৃবিতে মঞ্চায়িত হলো সেলিম আল দীন এর ‘বাসন’

সিকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪২
অ- অ+

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মঞ্চায়ন করা হয়েছে বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকট ‘বাসন’। বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন লুব্ধক থিয়েটারের প্রথম প্রযোজনায় এ নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটি মঞ্চায়নে নির্দেশনায় ছিলেন, লুব্ধক থিয়েটারের সহ-সভাপতি শান্ত আহমেদ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। নাটকটি শেষ হয় রাত ১০টায়। লুব্ধক থিয়েটারের মঞ্চায়ন দেখতে কেন্দ্রীয় মিলনায়তনে ভিড় জমান শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলামসহ প্রমুখ।

এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান বলেন, ‘লুব্ধক থিয়েটার নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বরাবরই মঞ্চে তাদের পরিবেশনা প্রাণবন্ত হচ্ছে। এছাড়াও তিনি অচিরেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক চর্চার অভয়ারণ্যে পরিণত হবে বলে মন্তব্য করেন।’

এদিকে লুব্ধকের সভাপতি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘লুব্ধক থিয়েটার ক্যাম্পাসের একটি নাট্য সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি ‘সমাজকে দেখি, সমাজকে গড়ি’ এই প্রত্যয়কে ধারণ করে সমাজে ঘটে যাওয়া অন্যায়, অবিচার ও শোষণের প্রতিচ্ছবি নাটকের মাধ্যমে মঞ্চে তুলে ধরছে। যুগ যুগ ধরে চলা দুর্বলের প্রতি সবলের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে নাটক মঞ্চায়নের মাধম্যে লুব্ধক থিয়েটার চালিয়ে যাচ্ছে এক নীরব আন্দোলন। বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজনার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে লুব্ধক থিয়েটার।

নাটক দেখে মুগ্ধ হয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম একটা চমৎকার নাটক উপহার দেবে এটা আসলেই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে এরকম কার্যক্রম শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতাকে বৃদ্ধি করবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ছয় নভেম্বর ‘সমাজকে দেখি, সমাজকে গড়ি’ স্লোগানে লুব্ধক থিয়েটার যাত্রা শুরু করে। এরপর ২০১৭ সালের পহেলা নভেম্বর প্রথম নাটক মঞ্চায়নের মাধ্যমে থিয়েটারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত সংগঠনটি নাট্যকার সেলিম আল দীন রচিত ‘বাসন’, নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত ‘এখনো ক্রীতদাস’ এবং নাট্যকার মান্নান হীরা রচিত ‘আগুনমুখা’সহ মোট ৫টি নাটক মঞ্চস্থ করেছে লুব্ধক।

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/জেডএম/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা