কোম্পানীগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৮
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নে কিশোরীকে (২২) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিক আলা উদ্দিন সুমন (২২) ও মোশারফ হোসেন সোহাগ (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে সিরাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহাদাত হোসেনের পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার চর আলা উদ্দিন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আলা উদ্দিন সুমন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ। নির্যাতনের শিকার ওই কিশোরী বসুরহাটের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করেন।

পুলিশ জানায়, সিরাজপুর ইউনিয়নের শাহাদাত হোসেনের পোল্ট্রি খামারে চাকরি করা আলা উদ্দিন সুমনের সাথে পরিচয় হয় ওই কিশোরীর। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুমন ওই কিশোরীকে মোবাইলের মাধ্যমে খামারে ডেকে নেয়। সেখানে সুমন তাকে ধর্ষণ করার সময় বিষয়টি একই খামারের অপর কর্মচারী সোহাগ দেখে ফেলে এবং সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। পরে সুমনের সহযোগিতায় সোহাগ ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। কিশোরী বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা থানায় অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শাহাদাত হোসেনের পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা