রাঙামাটিতে আগুনে পুড়ল ১২ দোকান

রাঙামাটি জেলা শহরের স্টেডিয়াম এলাকায় আগুনে ১২টি দোকান পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, আমরা সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না, নিরূপণ করলে বলা যাবে।
তিনি আরও জানান, প্রধান সড়কের পাশের আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগ টিনের ছাউনির। খাবারের দোকানসহ অন্যান্য দোকান ছিল।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন