ড. হোসনে আরা জবি কলা অনুষদের নতুন ডীন

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি বর্তমান ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীনের স্থলাভিষিক্ত হবেন।

রবিবার যোগদানের পর পরবর্তী ২ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডীন এর মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগমকে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, 'নতুন দায়িত্ব পেয়েছি, যে কাজগুলো বাকি আছে সেগুলো আগে করতে চাই। সবার সহযোগিতা নিয়ে ভালো কিছু করতে পারবো আশা করছি ৷

এর আগে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত ডীন হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা