পূবাইলে গৃহবধূর আত্মহত্যা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:১০
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইলের তালটিয়ায় গলায় ফাঁস দিয়ে সোমা (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহত সোমা নেত্রকোণার দুর্গাপুরের কাকরগড়া গ্রামের আবদুল হামিদের মেয়ে এবং জজ মিয়ার স্ত্রী। তারা তালটিয়ার কবির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে সোমা ও জজ মিয়ার বিয়ে হয়। গত চার মাস আগে তাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কোন সমস্যা ছিল কিনা তা কেউ বলতে পারে না। সকাল ৮টার দিকে স্বামী ঘরে ঘুমাচ্ছিল এসময় সোমা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালের‌ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা