বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার মাস্টার বাড়ি এলাকার কামাল সরকার (২২) ও বকশীগঞ্জ জোয়াদ্দার পাড়া গ্রামের ফরহাদ আলী (২৫)।
এরমধ্যে গ্রেপ্তারকৃত কামাল সরকার একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। অপর আসামি ফরহাদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গ্রেপ্তারকৃতদের বিকালে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন