নৌকার মাঝি ফেরদৌসকে সংবর্ধনা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসন থেকে তাকে নৌকার মাঝি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই খুশিতে ফেরদৌসকে সংবর্ধনা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

রবিবার বিকালে এফডিসিতে সমিতির কার্যালয়ে এমনটাই জানান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এই নায়িকা বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।’

তবে শুধু সংবর্ধনা নয়, ফেরদৌসের পক্ষে তার নির্বাচনি প্রচারণায়ও মাঠে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতির সব সদস্য। সেই পরিকল্পনাও চলছে বলে জানান নিপুণ। ফেরদৌস এই সমিতিরই একজন সদস্য। গত ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিন ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে নায়ক ফেরদৌসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকর্মী ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা ভাসতে থাকেন ফেরদৌস।

এবার ঢাকা-১০ ছাড়াও আরও একটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই নায়ক। যদিও সেই আসনটির নাম প্রকাশ করেননি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ফেরদৌস। তবে গুঞ্জন আছে, ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্রও তুলেছিলেন তিনি।

এর আগে চলতি বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ফেরদৌস।

কিন্তু ওই আসনে দল থেকে মনোনয়ন দেয় মোহাম্মদ আলী আরাফাতকে। তিনি পাসও করেন। ফের তাকেই করা হয়েছে এই আসনের নৌকার মাঝি। অন্যদিকে, কয়েক দফা চেষ্টার পর ফেরদৌস পেয়েছেন ঢাকা-১০। ইতোমধ্যে গণসংযোগ শুরু করে দিয়েছেন এই নায়ক।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :