রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে কালুখালীর সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষক খয়ের খা (৬০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সূর্যদিয়া এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন, দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন