নিজ সন্তানকে অনুপ্রাণিত করতে বিরাট কোহলির উদাহরণ দেবেন ব্রায়ান লারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩১

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের ছোট্ট তালিকা করলেও ব্রায়ান লারার নাম থাকবে উপরের দিকেই। সেই কিংবদন্তি ক্রিকেটার এবার জানিয়ে দিলেন ভারতের শচীন টেন্ডুলকার নয়, বিরাট কোহলিকে দেখিয়ে নিজ সন্তানকে খেলাধুলার জন্য অনুপ্রেরণা দেবেন।ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে লারা জানান, যদি তার সন্তান ভবিষ্যতে স্পোর্টসম্যান হতে চায় তাহলে কোহলিকে উদাহরণ দিয়ে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটারের একজন কোহলি। গেল মাসে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে আরও একবার নিজের জাত চিনিয়েছেন তিনি। ১১ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রান করেছেন কোহলি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

কলকাতায় টাইগার পাতৌদি মেমোরিয়াল লেকচার অনুষ্ঠানে এসে লারা বলেন, ‘আমার একটি পুত্র সন্তান আছে। আমি আপনাদের এই কথা বলতে পারি, যদি ভবিষ্যতে সে কোনো ধরনের খেলার জন্য আগ্রহী হয়, তাহলে আমি কোহলির নিবেদন ও পরিশ্রমকে উদাহরণ হিসেবে অনুপ্রেরণা দিবো। এটা শুধু তার শক্তিকে বাড়াতে নয়, এক নম্বর ক্রীড়াবিদ হয়ে উঠায় সাহায্য করবে।’

বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স টেনে লারা বলেন, ‘আমি জানি, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স নিয়ে অনেকে এমন কথাই বলবে, ভারত বিশ্বকাপ না জেতায় কোহলির এমন কীর্তি কোনো বড় বিষয় নয়। কোহলির বিষয়ে আমার সব থেকে যেটা ভালো লাগে, তা হল তার একটা লিগাসি রয়েছে। ক্রিকেট খেলার ধরণটাই বদলে দিয়েছে সে। কিভাবে নিজেকে তৈরি করা যায়, শারীরিক এবং মানসিকভাবে সেটি করে দেখিয়েছে সে।’

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :