গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভেতর পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়।
গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এআর)

মন্তব্য করুন