কালিয়াকৈরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬
অ- অ+

বিএনপির ঘোষিতনবম দফার অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও গোয়ালবাথান এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার কালিয়াকৈর থানায় অজ্ঞাত দুটি মামলা হয়েছে।

সূত্র জানায়, নবম দফার অবরোধের প্রথম দিনে রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল কালিয়াকৈরে উপজেলার গোয়ালবাথান এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে একটি মালবাহী ট্রাক থামিয়ে তাতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ট্রাকটি পুড়ে যায়।

একই দিন রাত ৭:৪৫ মিনিটে জেলার চন্দ্রা বাসটার্মিনাল এলাকায় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মূহুর্তের মধ্যেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিক চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় সোমবার সকালে কালিয়াকৈর থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সাব্বির হোসেন।

তিনি বলেন, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা