জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২৩| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০
অ- অ+

আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে (সদর,দুমকি,মির্জাগঞ্জ উপজেলা) স্থগিত করা মনোনয়নের বৈধতা পেলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (পার্টির কো-চেয়ারম্যান) এবিএম রুহুল আমিন হাওলাদার।

এর আগে গত ৩ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠানে এনবিআরের পক্ষ থেকে বকেয়া টাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

ওই দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা সোমবার বিকেল ৪ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয়ে চূড়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

পরবর্তীতে এনবিআরের কর পরিশোধের সমস্ত কাগজপত্র সংযুক্ত জমা দেওয়ায় এবং মনোনয়ন ফরমে অন্য কোনো সমস্যা না থাকায় সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা