মৌলভীবাজারে ৪টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদসহ এই জেলার ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মৌলভীবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম যাচাই-বাছাই শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
৪টি আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এসব মনোনয়নপত্র বাতিলের কারণ পরে জানানো হবে বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম।
(ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন