প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করলেন গায়িকা ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৯

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন-ইসিতে আপিল করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের পক্ষে পাবনা-২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি।

মঙ্গলবার আপিল শেষ সংবাদমাধ্যমে ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ভুল ছিল। সেটা ঠিকঠাক করে জমা দিয়েছি। আশা করছি সবকিছু দেখে আমার মনোনয়ন বৈধ করবে কমিশন।’

কোনো ষড়যন্ত্র দেখছেন কি না প্রশ্নের জবাবে গায়িকা বলেন, ‘না এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি।’ তিনি আরও বলেন, ‘এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সেই সুযোগটা বিএনএম দিয়েছে।’

এর আগে রবিবার সকালে যাচাই-বাছাই শেষে ডলির মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান। তিনি জানিয়েছিলেন, ‘ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’

এর আগে গত ২৭ নভেম্বর বিকালে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহজাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ডলি সায়ন্তনী।

বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলন এই শিল্পী। জমা দেন পরদিন।

সে সময় বিএনএমে যোগ দেওয়ার কারণ প্রসঙ্গে ডলি বলেন, ‘বিএনএম থেকে আমাকে ভালো অফার করা হয়েছিল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই তো রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? তাই বিএনএমে যোগ দিয়েছি।’

অন্যদিকে পাবনা-২ আসন থেকে বিএনএমের প্রার্থী হওয়া প্রসঙ্গে ডলি বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা আ.লীগের স্বৈরাচারী-বর্বর চরিত্রের বহিঃপ্রকাশ: মান্না

আইন উপদেষ্টাকে হেনস্থার প্রতিবাদে যুব অধিকার পরিষদের মশাল মিছিল 

র‌্যালি শেষে নয়াপল্টনে রাজপথের আবর্জনা পরিষ্কার করে দিল বিএনপি নেতাকর্মীরা

শোকজের জবাবে যা বললেন বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী

আসিফ নজরুলকে হেনস্তার নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

আসিফ নজরুলকে হেনস্তায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ঢাবিতে ৭ নভেম্বরের পোস্টার ছিড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়: ছাত্রদল

সাবেক সংসদ সদস্য তাহজীব আলমের তিন দিনের রিমান্ড

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :