শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:০০ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার বিকালে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠ নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনি প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যাতে ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :