শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১:০০
অ- অ+

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর।

মঙ্গলবার বিকালে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠ নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনি প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যাতে ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা