আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:০১| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২০
অ- অ+

জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে লিখিত ব্যাখ্যার নির্দেশ দিয়েছে নির্বাচন অনুসন্ধানী কমিটি।

মঙ্গলবার নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং জেলা যুগ্ম ও দায়রা জজ ফারজানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বুধবার তাকে ব্যক্তিগতভাবে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে এ সংক্রান্ত লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

অভিযোগ ও ব্যাখ্যার নির্দেশের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র বলেন, আমরা চিঠি পেয়েছি যথা সময়ে জবাব দিব।

উল্লেখ্য, এর আগে সোমবার বিকালে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর পক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন তার নির্বাচন সমন্বয়কারী ইকরামুল হক নবীন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা