চকরিয়ায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো স্থানীয় মালুমঘাট মাইজপাড়ার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের শিশুপুত্র আব্দুর রহমান (৮) ও শিশু কন্যা সাবা রহমান (৬)
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনর্চাজ ইকবাল বাহার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় আব্দুর রহমান ও সাবার মৃত্যু হয়েছে। তারা শখের বশে রেললাইন দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর সাধারণ মানুষ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ বিক্ষোভকারিদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক বাস ও বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন