চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় হারেজ আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উজিরপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ আলী উপজেলার বিষ্ণপুর উত্তরপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে হারেজ বিষ্ণপুর থেকে উজিরপুর মাদরাসার এক ছাত্রীকে মাদরাসায় নিয়ে আসেন। ওই ছাত্রীকে মাদরাসায় নামিয়ে দিয়ে ভ্যান ঘোরানোর সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদার অভিমুখে যাওয়া দ্রুতগতির একটি মাইক্রোভ্যানের সামনে ধাক্কা দেয়।
এতে ভ্যানচালক হারেজ আলী সড়কের ওপর ছিটকে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ও মাদরাসার শিক্ষকরা ভ্যানচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, মাইক্রোসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন