ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ২২:৫২

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাকিব (১৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আহত সাকিব ফরিদপুর চরফ্যাশন থানার কেশডাংগী এলাকার শহিদ খানের ছেলে। তিনি নরসিংদীর একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন।

শুক্রবার বিকাল চারটার দিকে ভৈরব সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন সৌরভ জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে এক যুবক হাসপাতালে আসার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার পিঠে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ত্রিসেতুসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের একটি দল নিয়মিত টহল দেয়। তার মাঝেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। যারা এসব ঘটনা করছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :