আশুগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন মো. রাসেল (২৫) নামে এক যুবক।

শুক্রবার দুপুরে উপজেলার চরচারতলা ইউনিয়নের বিলাইবাড়ি গ্রামের তাত্তাহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

মো. রাসেল উপজেলার চরচারতলা ইউনিয়নের বিলাইবাড়ি গ্রামের তাত্তাহাটি এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২ বছর আগে মো. রাসেল একই গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে সাদিয়া আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান ছিল। বিয়ের পর থেকেই সাদিয়া বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। সাদিয়া অনেক বার হাতেনাতে ধরা পড়েছে। তারপরও রাসেল, সাদিয়াকে নিয়ে সংসার করতে চেয়েছিল। সাদিয়া গতকাল রাতে মুঠোফোনে এক ছেলের সাথে কথা বলা নিয়ে রাসেল খুব কষ্ট পাই। পরে আজকে দুপুরে সাদিয়ার সাথে অভিমান করে সবার অগোচরে গিয়ে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারপর রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক কীটনাশক ওষুধ খেয়ে মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

(ঢাকাইটামস/০৯ডিসেম্বর/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেযর আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা