পুলিশের বাধায় শাহবাগ ছেড়ে প্রেসক্লাবের সামনে মায়ের ডাকের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩০| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬
অ- অ+

পুলিশের বাধায় রাজধানীর শাহবাগে সমাবেশ করতে পারেনি নিখোঁজ বিএনপি নেতাকর্মীদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শাহবাগে সমাবেশ ডেকেছিল সংগঠনটি। সেখানে তাদের দাঁড়াতে বাধা দেয় শাহবাগ থানা পুলিশ। এ সময় সংগঠনের সদস্যদের বাগবিতণ্ডা চলতে দেখা যায়। পরে পুলিশের বাধার মুখে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।

এ সময় নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের সুমনের বৃদ্ধ মা হাজেরা খাতুন বলেন, ‘পুলিশ কেন আমাদের সাথে এরকম ব্যবহার করে? আমরা কেন এখানে দাঁড়াতে পারব না?’

আরেকজন বৃদ্ধ মা পাশ থেকে চেঁচিয়ে বলেন, ‘সেই ১ তারিখ থেকে অনুমতি চাইছি। আমরা তো মানববন্ধন করব। এই ১০ বছর ধরে রাস্তায় রাস্তায় দাঁড়াই। আমাদেরকে ভয় কেন?’

একপর্যায়ে পুলিশ তাদেরকে জানায়, শাহবাগে সম্ভব নয়, প্রেস ক্লাবে যেতে পারেন। এরপর মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশে রওনা হয় ‘মায়ের ডাক’। সেখানেই শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তবে শাহবাগে কেন বাধা দেয়া হলো সে বিষয়ে কোন মন্তব্য করতে চাননি উপস্থিত পুলিশ সদস্যরা।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এসআরপি/আরআর/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা