আব্দুর রহমানের বার্ষিক আয় ২৮ লাখ টাকা 

ফরিদপুর প্রতিনিধি
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৯
অ- অ+

ফরিদপুর- ১ আসনে (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রহমানের বর্তমানে বার্ষিক আয় ২৮ লাখ ১১ হাজার ৬শ ২৪ টাকা। তার নিজের নামে নেই কোনো ফ্ল্যাট। নিজ নামে নিজ গ্রাম কামালদিয়ায় রয়েছে একটি বাড়ি। তবে তার স্ত্রীর নামে রয়েছে ৪টি ফ্ল্যাট।

হলফনামায় আব্দুর রহমান আয়ের উৎস জানিয়েছেন, কৃষিখাত থেকে ১ লাখ ১৫ হাজার ২শ ৫০ টাকা, ব্যবসা থেকে ৬ লাখ ২৭ হাজার ৪শ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে ৮ লাখ ৩৪ হাজার ৩শ ৭২ টাকা, চাকরি (ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পারিতোষিক প্রাপ্তি) ৪ লাখ টাকা, জমি বিক্রয় থেকে মূলধনী লাভ ৩ লাখ ৬৭ হাজার ৬শ ২ টাকা এবং মুক্তিযোদ্ধা ভাতা ও পারিতোষিক হিসেবে ৪ লাখ ৬৭ হাজার টাকা বাৎসরিক আয় করেন তিনি।

হলফনামা অনুযায়ী অস্থাবর সম্পদ, বর্তমানে আব্দুর রহমানের নিজ নামে নগদ ২ লাখ ৬৭ হাজার ৯শ ৯২ টাকা, স্ত্রীর নামে ১৩ লাখ ৩৫ হাজার ৮শ ১০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫ লাখ ৮ হাজার ৮শ ৬২ টাকা, স্ত্রীর নামে ৭৮ লাখ ২৭ হাজার ৮শ ৮৩ টাকা।

বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার এ আর সি সিকিউরিটিজ লি. ৭১ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, সিডিবিএল ৬২ লাখ ৫৪ হাজার ৮শ ৮২ টাকা, আইসিবি ১০ লাখ টাকা। স্ত্রীর নামে সিডিবিএল ৮ কোটি ৭ হাজার ৯শ ৯৫ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৩৯ লাখ ৮১ হাজার ৭শ ৯ টাকা, স্ত্রীর নামে পরিবার সঞ্চয়পত্র ২৫ লাখ টাকা।

৭০ লাখ ২৫ হাজার ৪শ ৫ টাকা মূল্যের জিপ গাড়ি, স্ত্রীর নামে ২৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের প্রাইভেটকার। নিজ নামে ৩০ তোলা স্বর্ণ, স্ত্রীর নামে ৩০ তোলা স্বর্ন, নিজ নামে ৫০ হাজার টাকার আসবাবপত্র এবং স্ত্রীর নামে ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া অন্যান্য ব্যবসার মূলধন নিজ নামে ১৯ লাখ ২৩ হাজার ৯শ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩শ ৫০ টাকা রয়েছে।

হলফনামা অনুযায়ী স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ২৪ লাখ ১১ হাজার ৪শ ২২ টাকা মূল্যের কৃষি জমি, স্ত্রীর নামে ২ কোটি ২২ লাখ ৪১ হাজার ৫৩ টাকা মূল্যের কৃষি জমি রয়েছে। এছাড়া ৩৯ লাখ ৬৩ হাজার ১২ টাকা মূল্যের অকৃষি জমি এবং স্ত্রীর নামে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮শ ৪২ টাকার অকৃষি জমি রয়েছে। নিজ গ্রাম কামালদিয়ায় ৫০ লাখ ৮০ হাজার ৬শ ২৫ টাকার একটি দালান রয়েছে। নিজের নামে অ্যাপার্টমেন্ট না থাকলেও স্ত্রীর নামে ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮শ ৯ টাকা মূল্যের চারটি ফ্ল্যাট রয়েছে।

হলফনামায় আব্দুর রহমান ঘোষণা দিয়েছেন, ইতোপূর্বে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তার পাঁচটি প্রতিশ্রুতি (চন্দনা-বারাশিয়া নদী পুনর্খনন, কালুখালী টু ভাটিয়াপাড়া রেল লাইন চালুকরন, সড়ক ও জনপথ স্থানীয় সরকার বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ নতুন সংযোজন ২শ ৩ কিলোমিটার, মাঝকান্দি থেকে ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক ৪৮ কিলোমিটার) শতভাগ পূরণ করেছেন। এছাড়া তার নামে কোনো মামলা-মোকদ্দমা নেই বলেও নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

২০১৪ সালের নির্বাচনী হলফনামা:

এর আগে ২০১৪ সালের নির্বাচনি হলফনামায় মো. আব্দুর রহমান আয়ের উৎস জানিয়েছেন, কৃষিখাত থেকে ৮৪ হাজার টাকা। ব্যবসা থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ১০ লাখ ৭ হাজার ৬শ ৪৫ টাকা। চাকরি (ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্মানী আয় ও সংসদ সদস্য সম্মানী ৪ লাখ ৬২ হাজার টাকা। অন্যান্য মূলধনী মুনাফা শেয়ার ৭২ লাখ ৪০ হাজার ৭শ ৯৮ টাকা এবং সংসদ সদস্য হিসেবে অন্যান্য ভাতাদি ১১ লাখ ৭৯ হাজার টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে হলফনামায় উল্লেখ করেন, নিজ নামে নগদ টাকা ২ লাখ ৭৪ হাজার ৬শ ৮৪ টাকা, স্ত্রীর নামে ১৩ লাখ ৫২ হাজার ৪১ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ নিজ নামে ৩ লাখ ৬৯ হাজার ৮শ ৪৭ টাকা, স্ত্রীর নামে ৩০ লাখ ১৩ হাজার ১শ ৫০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার এআরসি সিকিউরিটিজ লি. ৭১ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, সিডিবিএল ২ কোটি ১৬ লাখ ৮২ হাজার ৬শ ৭৮ টাকা ও আইসিবি ১০ লাখ টাকা। স্ত্রীর নামে এআরসি সিকিউরিটিজ লি. ১ কোটি ৩ লাখ ১২ হাজার ৫শ টাকা, সিডিবিএল ১৫ কোটি ৩ লাখ ৭৮ হাজার ২শ ৬০ টাকা এবং লঙ্কাবাংলা ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৯৮ টাকা।

পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ নিজ নামে ১৮ লাখ ৭৬ হাজার ২শ ৩০ টাকা, স্ত্রীর নামে পরিবার সঞ্চয়পত্র ৬ লাখ টাকা। ৬৩ লাখ ৮ হাজার ৫শ ৮৭ টাকা মূল্যের প্রাইভেট গাড়ি। স্ত্রীর নামে ১ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৩০ তোলা স্বর্ণ। নিজের নামে ২৫ হাজার টাকার আসবাবপত্র ও স্ত্রীর নামে ৫০ হাজার টাকার আসবাবপত্র। অন্যান্য ব্যবসার মূলধন ৭ লাখ টাকা।

হলফনামায় স্থাবর সম্পদ উল্লেখ করেন, নিজ নামে ২৫ লাখ ১৫ হাজার ৮শ টাকা ও স্ত্রীর নামে ৭৫ লাখ ৫১ হাজার ৮শ ৫০ টাকা মূল্যের কৃষি জমি ১০৯১.০৫ শতাংশ ও ৩৫১০.২৫ শতাংশ। অকৃষি জমি ২০ লাখ ৯৫ হাজার ৬শ ৯ টাকা ও স্ত্রীর নামে ১০ লাখ ১০ হাজার ৯শ টাকার অকৃষি জমি রয়েছে। নিজ নামে নিজ গ্রাম কামালদিয়ায় ১২ লাখ ৫০ হাজার টাকার বাড়ি, স্ত্রীর নামে ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮শ ৯ টাকার ৪টি ফ্ল্যাট।

দায়-দেনার বিবরণীতে নিজ নামে ৮৭ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা এবং স্ত্রীর নামে ৭০ লাখ ১৬ হাজার ৩৯ টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম হলফনামায় উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা