ফরিদপুর ৩: শামীম হকের বিরুদ্ধে একে আজাদের আনা অভিযোগের রায় ১৫ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৭ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:০১
(বাঁ থেকে) শামীম হক ও একে আজাদ

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের করা আপিলের রায় ১৫ ডিসেম্বর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন কমিশন। পরে তারা জানান, বিস্তারিত যাচাই-বাছাই শেষে ১৫ ডিসেম্বর রায় ঘোষণা হবে।

শুনানি শেষে এ. কে. আজাদের আইনজীবী মোস্তাফিজুর খান বলেন, ‘এ. কে. আজাদের আপিলের প্রেক্ষিতে শামীম হকের পক্ষ থেকে কিছু কাগজপত্র উপস্থাপন করা হয়েছে। এসব কাগজ সঠিক কি না- তা যাচাইয়ে নির্বাচন কমিশন সময় নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য-উপাত্ত যাচাই করে আগামী ১৫ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে ইসি।’

এদিন সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার শামীম হকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন একে আজাদ। তার পরদিন শনিবার একই অভিযোগ এনে একে আজাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন শামীম হক। সেই আপিলের শুনানি শুক্রবার অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটি থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মোট আটজন প্রার্থী। এগুলোর যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর শামীম হকের প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। একইসঙ্গে শামীম হকের মনোনয়ন বাতিলের আবেদন করেন আরেক স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন।

অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিক হওয়ার অভিযোগ এনে মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেন। উভয়ের মনোনয়ন যাচাই-বাচাই শেষে দুই প্রার্থীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়ে দুজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএম/এএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :