ইউক্রেনের ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা আটকে দিল হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৪২ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৬
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন অর্থায়নের ওপর নির্ভরশীল ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সহযোগিতা করছে ইইউ। তবে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ইউক্রেনের জন্য নতুন করে ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা আটকে দিয়েছে হাঙ্গেরি।

শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক বসেছিল। সেখানে প্রথমে ইউক্রেনকে সহায়তা প্রদানের ইস্যুটি উত্থাপন করা হলে এতে আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। অরবান ‘এই প্রস্তাবে হাঙ্গেরি ভেটো দিচ্ছে’ উল্লেখ করে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যান। পরে আর বৈঠকেই আসেননি তিনি। এছাড়াও ২৭ সদস্যের জোটের আরেক সদস্যরাষ্ট্র সুইডেন ভোট দেওয়া থেকে বিরত থাকে। ফলে প্রস্তাবটি আটকে যায়।

অন্যদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্তারসেন বলেন, এ ব্যাপারে সমর্থন বা অসমর্থন জানানোর আগে নিজ দেশের পার্লামেন্ট সদস্যদের মতামত নিতে হবে তাকে।

এদিকে একই বৈঠকে সর্বসম্মতিক্রমে ইউক্রেন ও মলদোভাকে ইইউ এর সদস্যপদ দেওয়া এবং জর্জিয়াকে প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেন ইইউ নেতারা।

প্রসঙ্গত, হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের ইইউ সদস্য হওয়ার বিরোধিতা করেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে হাঙ্গেরি ভেটো দিতে পারে, এমন আশঙ্কা ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই পদক্ষেপে ভেটো দেয়নি।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :