টঙ্গীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে আবুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আবুল হাসান পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের আলী আহম্মেদের ছেলে। আবুল হাসান মধুমিতা এলাকার জনৈক সেলিম খানের ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে বাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল হাসান পেশায় একজন আঠা ব্যবসায়ী। রবিবার রাতে স্ত্রী সাথী আক্তারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে পাশের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন আবুল হোসেন। সকালে ওই কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্ত্রী আশপাশের লোকজনদের ডাকেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা