বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুল হকের দাফন সম্পন্ন

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:০১ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

কুমিল্লার মেঘনা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ মো. ফজলুল হক ইন্তেকাল করেছেন। বুধবার দুপুরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় তাকে ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

মো. ফজলুল হক মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন।

অবিভক্ত দাউদকান্দি উপজেলার বৃহত্তর ১নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে পর পর ২ বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজায় উপস্থিত হয়ে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মারুফ হোসেন শিশির, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল আলম, অধ্যক্ষ আ. মজিদ, এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাসউদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ প্রমুখ।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :