রংপুরে আওয়ামী লীগ নেত্রী লাঞ্ছিত, থানায় অভিযোগ

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:৫২
অ- অ+

রংপুরে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরের নির্বাচনের টাকা ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের হাতে লাঞ্ছিত হয়েছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারভীন আক্তার, রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেত্রী।

এ ঘটনায় শুক্রবার পারভীন আক্তার কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেছেন বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রংপুর মহানগর আওয়ামী লীগের বেতপট্রিস্থ কার্যালয়ে রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদেরের ৫ লক্ষ টাকা ভাগাভাগি করছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। টাকা ভাগাভাগির একপর্যায়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বর্নাকে ১০ হাজার টাকা দিতে চাইলে সে নিতে অস্বীকার করলে ডা. দেলোয়ার তার উপর চড়াও হয়। এ সময় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার এগিয়ে আসলে তাকেসহ সেখানে উপস্থিত মহিলা আওয়ামী লীগের সদস্যদের লাঞ্ছিত করে সেখান থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে অবস্থা বেগতিক দেখে ডা. দেলোয়ার তার কর্মী সমর্থকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় পারভীন আক্তার ডা. দেলোয়ারকে অভিযুক্ত থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা: স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করল যাত্রাবাড়ী থানা পুলিশ
প্রাণঘাতী গুলি না ব্যবহারের অনুরোধ সায়ানের, পুলিশের কাউন্সিলিংয়ের পরামর্শ নিপুনের
উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা