নোয়াখালী-৩

মিষ্টি খেয়ে স্বতন্ত্রের ট্রাকে উঠলেন লাঙ্গলের প্রার্থী

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ২২:২৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী-৩ আসনে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিষ্টিমুখ করে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ফজলে এলাহী সোহাগ মিঞা।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লাঙ্গলের প্রার্থী ফজলে এলাহী সোহাগ মিঞা।

এর আগে বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির নেতাকর্মীদের মিষ্টি খাইয়ে বরণ করে নেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ।

লাঙ্গলের প্রার্থী ফজলে এলাহী সোহাগ মিঞা বলেন, জেলায় আমাদের দলের অন্য প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিচ্ছে। আমি সরাসরি বর্জন না করে এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদকে (ট্রাক) সমর্থন দিয়েছি।

ফজলে এলাহী দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ একজন ভালো মানুষ। তিনি নির্বাচিত হওয়ার আগেই এলাকার অসংখ্য রাস্তাঘাট, পুল-কালভার্ট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমি আমার কর্মী সমর্থক ও দলের নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাবেদ ভাইয়ের ট্রাক মার্কাকে সমর্থন দিয়েছি।

নোয়াখালী-৩ আসনে ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ। তিনি সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ছোটভাই। ২০০৭ সালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন মিনহাজ আহমেদ জাবেদ।

তিনি বলেন, এলাকার মানুষের সেবা করাই আমার লক্ষ্য। জাতীয় পার্টির প্রার্থী ফজলে এলাহী সোহাগ মিঞাসহ তার কর্মী সমর্থকদেরকে মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছি। ৭ জানুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করবো।

নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। তিনি ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিনহাজ আহমেদ জাবেদ (ট্রাক)।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

৭ দিন পেছালো মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন 

নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার ও প্রিজাইডিং অফিসার রদবদলের দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন

কর্ণফুলী নদীতে মৎস্য বিভাগের অভিযান, কারেন্ট ও রিং জাল জব্দ

মেয়াদ শেষ হলেও শুরু হয়নি প্রকল্পের কাজ, বাড়ছে অপরাধ কর্মকাণ্ড

হালুয়াঘাটে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ভালুকায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পাউবোর ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলির আবেদন

ঈশ্বরদীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

সিলেটে হিট স্ট্রোকে পথচারীর মৃত্যু

নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা ধর্ষণের শিকার, আটক ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :