ফরিদপুর-১ আসনের বোয়ালমারীতে ঈগল প্রতীকের সমর্থক ইউপি সদস্যের ওপর নৌকার সমর্থকদের সন্ত্রাসী হামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫২ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ২৩:২৬

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল মার্কার সমর্থক এক ইউপি সদস্যের ওপর নৌকার প্রার্থী আব্দুর রহমানের সমর্থকরা সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত রুপাপাত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুঞ্জুরুল ইসলাম বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার সময় মঞ্জুরুলের ভাই সুজন মুন্সীকেও সন্ত্রাসীরা মারধর করে। মঞ্জুরুল ও সুজন বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে।

জানা যায়, হামলায় আহত মঞ্জুরুল ইসলামকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর আহত সুজন মুন্সীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঞ্জুরুলের স্ত্রী জানান, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন আমার স্বামী। শুক্রবার রাত ৯টার দিকে পাশ্ববর্তী সূর্যোগ বাজারে গেলে পথিমধ্যে নৌকার সমর্থক কাটাগড় গ্রামের মৃত কালাম মোল্যার ছেলে লেন্টু (৫০) ও আজাদ (৩২), মৃত কাশেম মোল্যার ছেলে ইসমাইল হোসেন পিকুল (৩২), ঝন্টু মোল্যার ছেলে তুহিন (২৭)সহ অজ্ঞাত ৪/৫ জন হেলমেটধারী সন্ত্রাসী মোটরসাইকেল চালিয়ে নৌকার পক্ষে স্লোগান দিয়ে তার মাথা লক্ষ্য করে পেছন থেকে আঘাত করে। অতর্কিত হামলায় মঞ্জুরুল ইসলাম রাস্তায় পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তমাল কৃষ্ণ চক্রবর্তী বলেন, আহত মঞ্জুরুল ইসলামের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। যেহেতু তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/কেএম/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :