রাসিকের প্যানেল মেয়র গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩১
অ- অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র (১) এবং ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাগরীর শিরোইলে অবস্থিত তার বাড়িতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা অভিযান চালায়।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

কর্নেল মুনিম ফেরদৌস বলেন, কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সোমবার সকালে ইলেকট্রোরাল আদালতে তাকে হাজির করা হবে।

উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৪ দলীয় জোট নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এছাড়া আসনটিতে জাসদ এবং জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা