হাতীবান্ধায় ভোটকেন্দ্রে আগুন

লালমনিরহাট-১ আসনের হাতীবান্ধা উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কেন্দ্রটির একটি কক্ষে থাকা চেয়ার ও টেবিল পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ময়নুল ইসলাম। বলেন, খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করছি। একটি কক্ষ পুড়ে গেলেও ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ওই বিদ্যালয়ের জানালা দিয়ে একটি কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন