নারায়ণগঞ্জ-৪: একটি কেন্দ্রে দুই ঘণ্টায় ৩০ ভোট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। প্রিজাইডিং কর্মকর্তার হিসাব অনুযায়ী প্রথম দু'ঘন্টায় ৩০টি ভোট পড়েছে।

সকালে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৩ নং ওয়ার্ডস্থ সানারপাড় প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন দেখা গেছে।

জানা গেছে, এই কেন্দ্রে নারী ভোটার সংখ্যা ৩৭৩৩।

সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মশিউর রহমান বলেছেন, আমাদের এটা নারী কেন্দ্র। যার কারণে ভোটার উপস্থিতি কন রয়েছে। প্রথম দুই ঘণ্টার হিসাবে ৩০টি ভোট পড়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা) আসনে সংসদ সদস্য পদে সর্বমোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকে একেএম শামীম ওসমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা মার্কার মো. সেলিম আহমেদ, জাসদের মশাল মার্কা নিয়ে মো. ছৈয়দ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব মার্কার মো. গোলাম মোর্শেদ রনি, তৃণমূল বিএনপির সোনালী আঁশ মার্কার মো. আলী হোসেন, জাকের পার্টির গোলাপ ফুল মার্কার মো. মুরাদ হোসেন জামাল, এনপিপির আম মার্কার মো. শহীদ উন নবী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার মো. হাবিবুর রহমান।

ফতুল্লার ৫টি ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৫৬২। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৯৬ হাজার ১৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লক্ষ ৫২ হাজার ৪৪১ জন। এখানে উভয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :