জয়পুরহাটের ২ আসনে নৌকা প্রার্থীর বিজয়

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৩৭
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রবিবার রাতে সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার স্বাক্ষরিত চিঠি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী সামছুল আলম দুদু ৯৬ হাজার এক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট। এই আসনে ৪৮ হাজার ২২৫ ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

অপরদিকে জেলার আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট। এই আসনে এক লাখ ১৮ হাজার ভোটের ব্যবধানের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা