নিক্সনের হ্যাটট্রিক, শ্বশুর মঞ্জুর প্রথম হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬

দশম ও একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বড় জয় পেয়ে হ্যাটট্রিক করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বরাবরের মতো এবারও স্বতন্ত্রের নিক্সনের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকার মাঝি কাজী জাফরউল্লাহ।

ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী ঈগল প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ৬৬ ভোট।

রবিবার রাত ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আসনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী তার এই জয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন।

ফরিদপুরের এ আসনটিতে শুরু থেকেই আলোচনায় ছিলেন নিক্সন। সামাজিক মাধ্যমও সরগরম ছিলো তার ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর কথার লড়াইয়ে। তবে শুধু কথার লড়াইয়েই নয়, শেষ পর্যন্ত ভোটের লড়াইয়েও জয় ছিনিয়ে নিয়েছেন নিক্সন চৌধুরী।

এদিকে, ২০১৪ ও ২০১৮ সালের পর এবারও টানা তিনবারের মতো পরাজয় মেনে নিতে হলো এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কাজী জাফরউল্লাহর।

অপরদিকে দীর্ঘ ৩৮ বছর পর রাজনৈতিক পট পরিবর্তন হলো পিরোজপুর-২ আসনে। নৌকা নিয়েও নিজের সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজের কাছে প্রথমবারের মতো হেরেছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের শ্বশুর।

ভান্ডারিয়া, কাউখালী ও স্বরূপকাঠী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীকে ৯৯ হাজার ৭২৪ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপি প্রধান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।

রবিবার রাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান এ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এমএস/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :