পিরোজপুর-৩

রুস্তম আলী ফরাজীকে হারিয়ে শামীম শাহনেওয়াজ নির্বাচিত

মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৩| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী। তিনি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

রবিবার রাত ৯টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। ফলাফল ঘোষণাকালে বিজয়ী প্রার্থী শামীম শাহনেওয়াজ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শামীম শাহনেওয়াজ সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমানের আপন বড় ভাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছিলেন আশরাফুর রহমান। কিন্তু জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারণে এ আসন থেকে নৌকা প্রত্যাহার করে লাঙ্গলের প্রার্থী দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা