তাড়াশে নসিমন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমান (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এ ওয়াদুদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় নসিমন ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের যাত্রী এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় নসিমনের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা