ময়মনসিংহ-৭
হ্যাটট্রিক মেয়রের পর এমপি হিসেবে যাত্রা শুরু আনিছুজ্জামানের

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় টানা তিনবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবিএম আনিছুজ্জামান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে দল থেকে মনোনয়ন চেয়ে আবারও বঞ্চিত হন এ আওয়ামী লীগ নেতা। এবারও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনি। ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আনিছুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. হাফেজ রুহুল আমিন মাদানী। তিনি পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।
রবিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, এবিএম আনিছুজ্জামান ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েলকে হারিয়ে জয় ছিনিয়ে নেন। এরপর ২০২১ সালে নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আবারও মেয়র নির্বাচিত হন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন