নির্বাচন পরবর্তী সহিংসতা

নৌকার বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে আসার পথে ৭ জনকে কুপিয়ে জখম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৮
অ- অ+

পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার সময় ৭ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ঈগল প্রতীকের সমর্থকরা।

সোমবার দুপুরের দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে রওনা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৭জনকে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
খিলক্ষেতে ১০২ কেজি গাঁজাসহ চিহ্নিত দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা