নতুন মন্ত্রিসভায় এবারও চার নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় থাকছেন চার নারী প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনার পাশাপাশি তিন নারী হলেন ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি রুমানা আলী টুসি এর মধ্যে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা এছাড়া পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি বাকি দুই নারী সংসদ সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন গতবারও শেখ হাসিনাসহ মন্ত্রীসভায় ছিলেন চার নারী

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে সেখানে নতুন মন্ত্রীরা শপথ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন এর আগে বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোন করা হয়েছে শপথের পর প্রধানমন্ত্রী দপ্তর বণ্টন করবেন পরে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে

ডা. দীপু মনি এর আগেও দুইবার পূর্ণমন্ত্রী ছিলেন তিনি পররাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে চাঁদপুর- আসন থেকে ১৬৫টি কেন্দ্রে লাখ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া দুই নারী সংসদ সদস্যদের মধ্যে সিমিন হোসেন রিমি গাজীপুর- (কাপাসিয়া) আসন থেকে ৬৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং এই আসনে আগেকার সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন

অন্যদিকে অধ্যাপক রুমানা আলী টুসি গাজীপুর- আসন থেকে বিজয়ী হয়েছেন গাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. রহমত আলীর মেয়ে তিনি বাবার আসনে প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটে পরাজিত করেন তিনি

গতবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে মন্ত্রিসভায় তিনজন নারী ছিলেন ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান বেগম হাবিবুন নাহার এরমধ্যে বেগম মন্নুজান সুফিয়ান বেগম মন্নুজান সুফিয়ান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেত্রী তিনি সংসদ সদস্য এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া বেগম হাবিবুন নাহার ২০০৮ ২০১৮ সালের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট- আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনে পরিবেশ মন্ত্রণালয়ে তিনি পরিবেশ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গতবারের মতো এবারও নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারী সদস্যের সংখ্যা চারজন

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/টিএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে তিনগুণ, প্রতি চারজনে একজন ঋণগ্রস্ত

বিআরটিএ’র জরুরি বিজ্ঞপ্তি: রাজধানীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চালালে ব্যবস্থা

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর

হজ পালনে সৌদি আরব গেছেন ২৮ হাজার ৭৬০ বাংলাদেশি, ১ জনের মৃত্যু

ঢাকাসহ ১০ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বৈষম্য নিরসনে নাগরিক সমাজকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মাদক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

মোটরযানে হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে বিআরটিএর হুঁশিয়ারি

সুষম অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :