‘ল্যাবএইড’ নোয়াখালী শাখা থেকে ভুয়া চিকিৎসক আটক

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৯:২৪
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) নোয়াখালী শাখা থেকে রাকিব আহসান (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে চিকিৎসক পরিচয়ে রোগী দেখে আসছিলেন।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। অভিযানকালে ্যাব-১১, সিপিসি- কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল মো. তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন আলীপুর এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সময় প্রতিষ্ঠানটিতে চেম্বার করা ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস, মৃগী রোগ (খিঁচুনি) মাথা ব্যথা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক পরিচয়দানকারী রাকিব আহসানকে তার ডাক্তারি সনদসহ বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং বিএমডিসি রেজিস্ট্রেশনের তথ্যে তার নাম মিল থাকলেও ছবির মিল না থাকায় মেডিকেল অ্যান্ড ডেন্টাল আইনে তাকে দুই বছরের কারাদণ্ড, পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ল্যাবএইড হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা