জামালপুরে ঐতিহ্যবাহী গরুর মই দৌড়, মানুষের ঢল 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ২০:১২ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ২০:০৯

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার মাঠে গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মই দৌড় প্রতিযোগিতা।

শীতের পড়ন্ত বিকালে মই দৌড় প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে নানা বয়সের মানুষ ছুটে আসেন মুসলিমাবাদ মাঠে।

প্রায় হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই খেলা সম্পর্কে ধারণা দিতেই মূলত আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মই দৌড় প্রতিযোগিতার।

প্রতিযোগিতায় ১৪টি দল অংশ নেয়, যার মধ্যে খেলায় প্রথম হয়েছে নূরনবী মণ্ডলের দল। দ্বিতীয় হয়েছে হেলাল উদ্দিন ও তৃতীয় হয়েছে আবদুল বারেকের দল। প্রথম পুরস্কার হিসেবে ছিল রেফ্রিজারেটর। দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ছিল বড় বড় হাঁড়ি-পাতিল। খেলা দেখতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী আকলিমা আক্তার বলে, এই মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনোই দেখিনি। আমার জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা সম্পর্কে তেমন ধারণাও ছিল না। খেলা দেখলাম খুবই ভালো লাগল।

গুনারীতলার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ১৫ বছর আগে এই খেলা দেখছি, এর মধ্যে আর দেখিনি। গরুর মই দৌড় খেলা আয়োজন করেছে শুনে দেখতে এসেছি। অনেক জমজমাট খেলা হয়েছে।

মই দৌড় আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, সবাই মিলে আনন্দের জন্য এই আয়োজন। গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্যকে ধরে রাখতে চাই আমরা। বেশ সুশৃঙ্খল আর উপভোগ্য ছিল মই দৌড় খেলা। প্রতিবছর আয়োজনের চেষ্টা থাকবে আমাদের।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :