আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩
অ- অ+

বেতন-বোনাস বৃদ্ধি ও ওভারটাইম বিলসহ কয়েকটি দাবিতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা গত দুইদিন ধরে কর্মবিরতিতে নামে। এর জেরে সোমবার সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় কারখানাটির প্রায় ১৫শ শ্রমিক কারখানার সামনের সড়কে বিক্ষোভ করতে থাকে।

সোমবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবিগুলো হলো- সরকার নির্ধারিত বেতন বাস্তবায়ন করা, ঈদ বোনাস বেতনের ৫০ শতাংশ দিতে হবে, মাতৃত্বকালীন ছুটির ভাতা প্রদান, কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করালে (বিকাল ৫টার পর) ওভারটাইম বিল দিতে হবে, বাৎসরিক ছুটির টাকা প্রদান, শ্রমিকদের কাজের রেট প্রদান, কাজের রেট কমপ্লিট সর্বনিম্ন ২৫ টাকা নির্ধারণ করা, প্রোডাকশন বোনাস সর্বনিম্ন ৪০ শতাংশ করা, অপারেটরদের আইডি কার্ড A এবং B গ্রেডিং করা, কোন শ্রমিক রিজাইন দিলে তার পাওনাদি বুঝাইয়া দেওয়া।

বিক্ষোভে অংশ নেয়া কারখানাটির লিংকিং অপারেটর মো. জাকির বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু আমরা যারা সোয়েটার ফ্যাক্টরি শ্রমিক রয়েছি তারা সেই বেতন থেকে বঞ্চিত। তাই আমরা গত দু-দিন যাবত আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে কারখানায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। গতকাল কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা বাসায় চলে যাই। কিন্তু আজ সকালে কারখানায় এসে দেখি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলছে।

এমদাদ নামে আরেক শ্রমিক জানান, আমরা আমাদের ১০ দফা দাবি নিয়ে দু-দিন ধরে কর্মবিরতি পালন করছিলাম। এ সময়ে কারখানার এডমিন কর্মকর্তা মোহাম্মদ রিপন স্যার আমাদের সাথে দুর্ব্যবহার করে পরে আমরা উনার পদত্যাগ দাবি করি। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অপসারণের আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নিবে বলে জানায় এবং আমাদেরকে বলে আগামীকাল কারখানায় আসতে কিন্তু আজ সকালে আমরা কারখানায় এসে দেখি তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

এ ব্যাপারে আইরিশ ফ্যাশন লিমিটেডের এডমিন অফিসার মো. মোখলেসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকা টাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা