তাড়াশে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। গত একমাসে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আন্ত: ও বহির্বিভাগে শিশু, বয়স্ক ব্যক্তিসহ ছয় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

এরমধ্যে রয়েছে প্রায় চার শতাধিক ডায়রিয়া ও প্রায় দুই শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। পাশাপাশি আন্ত: ও বহির্বিভাগে এখনও যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, শুধু এক সপ্তাহে ৪৫ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন হলো তাড়াশ উপজেলার শীতের তীব্রতা বেড়েছে। এতে করে শিশু ও বয়স্ক মানুষের কষ্ট বেড়ে গেছে।

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, মূলত শীতকালে কখনও কখনও ডায়রিয়া ও নিউমোনিয়ায় প্রকোপ বৃদ্ধি পায়। আর এবারও শীতের তীব্রতা বাড়ার সঙ্গে এ এলাকায় শীতকালীন ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী একটু বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ সরকারি এ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর এমনিতেই বর্তমান সময়ের ডায়রিয়া আক্রান্ত রোগীরা সরকারি এ হাসপাতালে চিকিৎসা নিলে তিন থেকে চারদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। শীতের এ সময়ে সবাইকে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা