পঞ্চগড়ের আকাশ মেঘলা সঙ্গে ঘন কুয়াশা, জনদুর্ভোগ চরমে

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৪| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৪২
অ- অ+

উত্তরের জেলা পঞ্চগড়ে বর্তমানে শৈত্যপ্রবাহ নেই। দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ এর মধ্যে উঠানামা করছে। কিন্তু ঘন কুয়াশা আর মেঘলা আকাশের কারণে কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে পথচারীসহ দুস্থদের। মঙ্গলবার বেলা ১১টার পরও সূর্যের দেখা মিলেনি। হেডলাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ১৬ থেকে বেড়ে রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি। তবে ঘন কুয়াশা আর মেঘলা আকাশের কারণে সকাল ১০টার পরও ব্যবসায়ীরা দোকানের ভেতর এবং বাইরের লাইট জ্বালিয়ে রেখেছেন। ঘন কুয়াশায় বেশি সাবধানে এবং ধীরে গাড়ি চালানোর জন্য সময় বেশি লাগছে বলে জানান চালকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। তবে দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গেলেও উত্তাপ ছিল না। সোমবারও দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি।।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা