চট্টগ্রাম-১০ আসন

ইমাম-মুয়াজ্জিনদের চেক প্রদান, এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ২০:০৭
অ- অ+

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী থাকাকালে এলাকার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি অনুদানের চেক বিতরণ করার অভিযোগে চট্টগ্রাম-১০ (খুলশী-ডবলমুরিং-পাহাড়তলী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এই মামলা করেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ বেঞ্চ সহকারি তারিকুল ইসলাম। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচনি আচরণবিধি আইন ২০০৮-এর বিধি-৩ ধারায় মামলাটি করা হয়।এদিন বিচারক মো. সালাউদ্দিন মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু তাঁর নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে দেন। এছাড়া হালিশহরের মাদানি মসজিদে এক লাখ টাকার চেক দেন। ২৪ ডিসেম্বর লালখানবাজারে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক বিতরণ করেন।

এ বিষয়ে ২৪ ডিসেম্বর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম কমিশনে অভিযোগ করেন। ২৮ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু প্রতিনিধির মাধ্যমে অভিযোগের জবাব দেন। ৪ জানুয়ারি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা