পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:১৩| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:১৮
অ- অ+

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাল্কহেডের ধাক্কায় আটকে থাকা ফেরি ডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বশেষ উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এ দিকে ঘন কুয়াশার কারণে বুধবার সকালের দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে ফেরি ডুবে যায়। জানা গেছে ডুবে যাওয়া ফেরিতে ১৮টি যাবনবাহনসহ শতাধিক যাত্রী ছিলো।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা আজ সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

ফেরিতে একাধিক যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান শুরু করেছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও সাথে কাজ শুরু করেছেন স্থানীয়রাও।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা