ভৈরবে বড় ভাইকে হত্যায় চাচা শ্বশুরসহ ছোটো ভাই গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৭
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা বিরোধের জের ধরে খুন হয়েছেন বড় ভাই। এ ঘটনায় ছোটো ভাই ও তার চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম।

জানা গেছে, উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমানা বিরোধ নিয়ে বড় ভাই লিলু মিয়াকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে লাঠি দিয়ে মারধর করেন ছোটো ভাই স্বপন মিয়া। এতে ঘটনাস্থল থেকে স্বানীয়রা এসে লিলু মিয়াকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার ১০ ঘণ্টা পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে স্বপন ও ইদ্রিছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে স্বজনরা থানায় গেলে হত্যা মামলা রুজু করা হবে বলে ওসি জানান।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
চার ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা