বগুড়ার শেরপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:২৩
অ- অ+

বগুড়ার শেরপুরে আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আল-আমিন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খানপুর মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল-আমিন উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

জানা যায়, আল-আমিন রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে মা উঠে দেখে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ ঘরের সামনে আম গাছের ডালের সাথে ঝুলছে। তখন তার চিৎকারে লোকজন বেরিয়ে এসে তাকে মাটিতে নামায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, রাতে তার পরিবারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। এ কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জন পেলেন কৃত্রিম পা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা